ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:১২:৩৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতায় লিফলেট, আটক ৯

| ২০ বৈশাখ ১৪২২ | Sunday, May 3, 2015

সিরাজগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে লিফলেট বিতরণকালে নয় যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটকরা সবাই আল-বাইয়্যিনাত নামে একটি সংগঠনের সদস্য। - See more at: http://www.jugantor.com/current-news/2015/05/02/257363#sthash.xt4bqrpB.ahanfpN7.dpuf

শুক্রবার বিকেলে তাদের শাহজাদপুর উপজেলা সদর থেকে আটক করা হয়।সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিং-এ জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে লিফলেট বিতরণের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে। আটকরা ‘আল বাইয়্যিনাত’ নামক একটি সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।আটকরা হলেন-  শাহজাদপুর উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের মনজেলার রহমানের ছেলে মাহফুজুর রহমান শামিন (৪৫), উল্লাপাড়া উপজেলার চর-সাতবাড়িয়া গ্রামের নুরুল আমিনের ছেলে বগুড়ার আজিজুল হক কলেজের অনার্স শেষবর্ষের ছাত্র শাহিন (২৬), উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার নুর ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (১৬), নাটোর জেলার গুরদাসপুরের  পার-গুরুদাসপুর গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে মতিউর রহমান (২৫), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কৈগারী গ্রামের আবদুল্লাহর ছেলে হারুন-অর-রশিদ (২৩), খানদার এলাকার খোন্দকার এমদাদুল হকের ছেলে খন্দকার মো. মোস্তাকিন (২৮), ঠনঠনিয়া শাহপাড়ার আসলাম বেপারীর ছেলে ওমর ফারুক রিঙ্কু (২০), সুদিপাড়ার সাহেদ হোসেনের ছেলে শরিফ হোসেন ডলার (৩০) ও রহমান নগর এলাকার আলী আজগর কাজীর ছেলে মোজহাহদ কাজী (২৬)।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খলিফা জানান, ওই সংগঠনের সদস্যরা শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবীন্দ্রনাথের নামে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে। - See more at: http://www.jugantor.com/current-news/2015/05/02/257363#sthash.xt4bqrpB.ahanfpN7.dpuf