ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:৪৯:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

যুক্তরাষ্ট্রে মারণাস্ত্র নিষিদ্ধকরণে নতুন বিল উত্থাপন ডেমোক্রেটদের

| ২৫ কার্তিক ১৪২৪ | Thursday, November 9, 2017

ওয়াশিংটন : মার্কিন যুক্ত রাষ্ট্রের ডেমোক্রেট দলের সদস্যরা দেশটির জনতার ওপর ভয়াবহ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে মারণাস্ত্র নিষিদ্ধকরণের একটি সংশোধনী বিল বুধবার সিনেটে উত্থাপন করেছে। তবে বিলটি রিপাবলিকান দলের সদস্যদের কোন সমর্থন পায়নি এবং সিনেট তাদের নিয়ন্ত্রণে থাকায় এই সংশোধনী পাস হওয়ার কোন সম্ভবনা নেই। খবর এএফপি’র।
সিনেটর দিয়ান ফিনস্টিন নতুন করে এ পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করেন। তিনি ১৯৯৪ সালে মারনাস্ত্র নিষিদ্ধকরণে মূল বিল উত্থাপন করে তা পাস করনোর ব্যাপারে সফলভাবে নেতৃত্ব দেন। নতুন এ সংশোধনীতে মারনাস্ত্র বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ডেমোক্রেট দলের অপর ২২ জন সদস্যের সাথে নতুন করে এ বিল উত্থাপন করে ফিনস্টিন বলেন, ‘অতীতেও আমাদের রাস্তার বিভিন্ন দোকান থেকে যুদ্ধাস্ত্র তুলে নেয়ার নজির রয়েছে।’
‘আমাদের দেশে এসব মারাত্মক অস্ত্রের ব্যাপক সরবরাহ হ্রাসে এটি একটি দীর্ঘ মেয়াদি পদক্ষেপ হলেও আমরা কোন কোন এলাকা থেকে অস্ত্র প্রত্যাহার করে নেয়া শুরু করতে চাই।’
টেক্সাসের একটি চার্চে এক ব্যক্তির গুলিতে ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। এর মাত্র পাঁচ সপ্তাহ আগে লাস ভেগাসে একটি কনসার্টে অপর এক ব্যক্তির বেপরোয়া গুলি বর্ষণে ৫৮ জন নিহত ও ৫ শতাধিক লোক আহত হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এ হামলার ঘটনায় অস্ত্র হাতে পাওয়ার সহজ লভ্যতাকে দায়ী করার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি মনে করেন যারা এ ধরণের হামলা চালায় তাদের মানসিক সমস্যা রয়েছে।