ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৭:২২:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

যমুনার ভাঙন রোধে বিশ্বব্যাংকের অর্থায়নে ৮ হাজার কোটি টাকার প্রকল্প

| ১২ ভাদ্র ১৪২১ | Wednesday, August 27, 2014

screenshot_682.png

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যমুনা নদীর ভাঙন রোধে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আনুষাঙ্গিক কাজ শুরু করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় ইতিমধ্যেই ক্যাপিটাল ড্রেজিং ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে সেটি সম্পন্ন হলে সিরাজগঞ্জ শহর, শিল্প পার্ক ও ইকোনোমিক জোন নিরাপদ হবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মোল্লাবাড়ি ক্রসবার বাঁধ পরিদর্শেনের সময় মন্ত্রী একথা বলেন। পরে মন্ত্রী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম, সিমলা ও পাঁচঠাকুরী এলাকা পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু জাফর আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।