ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৮:৫২

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মোহাম্মদ বিন সালমানের সমালোচনা সহ্য করবে না সৌদি আরব

| ৮ অগ্রহায়ন ১৪২৫ | Thursday, November 22, 2018

লন্ডন : সৌদি আরব যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ‘রেড লাইন’ বা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে উল্লেখ করে তার সমালোচনা সহ্য করবে না বলে হুঁশিয়ার করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার সতর্ক করে বলেছেন, সাংবাদিক জামাল খাসোগির হত্যাকান্ডের জন্যে যারা সালমানকে দায়ী করছেন তাদের বরদাশত করা হবে না।
তেলের মূল্য কম রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রশংসার করার পর আদেল আল জুবায়ের ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাসোগি হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার জোর প্রমাণের কথা বলার পরেও ট্রাম্প সৌদি আরবের পক্ষেই কথা বললেন।
জুবায়ের বিবিসিকে বলেন, সৌদি আরবে আমাদের নেতৃত্বই রেড লাইন বা ‘চূড়ান্ত সীমা’। পবিত্র দু’টি মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ হলেন এই রেড লাইন।
তিনি বলেন, তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতনিধিত্ব করেন এবং প্রত্যেক সৌদি নাগরিকও তাদের প্রতিনিধিত্ব করেন।
গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ ওঠে। এমনকি সিআইএ বলেছে, সালমানের সম্পৃক্ত থাকার জোর প্রমাণ রয়েছে। কিন্তু অবকাশে থাকা ট্রাম্প বুধবার তার মার-এ-লাগো ক্লাবে বলেন, খাসোগি হত্যাক-টিকে তিনি উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। কারণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ।
জুবায়ের জোর দিয়ে বলেন, খাসোগি হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নন।
তিনি বলেন, আমরা বিষয়টি স্পষ্ট করেছি। এ বিষয়ে তদন্ত চলমান। দায়ীদের শাস্তি দেয়া হবে।