ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০১:০৭:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

মোস্তফা রশিদী সুজার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

| ১৪ শ্রাবণ ১৪২৫ | Sunday, July 29, 2018

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের খুলনা জেলার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুজার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নির্দশন হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা ও সংসদ সদস্যদের নিয়ে দলের পক্ষে কফিনে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতির পক্ষে সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে উত্তর প্লাজায় সুজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় সংসদের কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ জানাজায় শরীক হন।
পরে জাতীয় সংসদ মসজিদের পেশ ইমাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
জাতীয় সংসদের সাবেক হুইপ সুজা বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।