ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:১৮:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মোদী মন্ত্রিসভায় শপথ নিতে পারেন বাবুল

| ২৪ কার্তিক ১৪২১ | Saturday, November 8, 2014

10744878_1506486426272747_237999373_n

 

রবিবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার নয়া সদস্যরা শপথ নেবেন। তাই তার আগে শনিবার বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও মন্ত্রিসভার নয়া সদস্য নির্বাচিত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নরেন্দ্র মোদী-ই নেবেন। তবু সকলের মতামত নিতে নিয়মমাফিক বৈঠকে বসেছেন সংসদীয় কমিটির সদস্যরা। সূত্রের খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ রাইসিনা হিল্‌স-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার নয়া সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যদিও শপথ নেওয়ার তালিকায় কারা থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে নিজের বাসভবনে নতুন মন্ত্রীদের চায়ের নিমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। তখনই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত নতুন মন্ত্রিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন তা একেবারে নিশ্চিত। শুধু তাই নয়, তাঁকে প্রতিরক্ষা দফতরের ভার দেওয়া হবে বলেও কানাঘুঁষো শোনা যাচ্ছে। বাকিদের নাম বা দফতর সম্পর্কে কোনও কিছুই স্পষ্ট নয়। তবে রবিবারের চায়ের আসরে পারিক্কর ছাড়াও ডাক পড়েছে বাবুল সুপ্রিয়-র। নরেন্দ্র মোদী নিজে ফোন করে তাঁকে রবিবার নয়াদিল্লিতে থাকার কথা জানিয়েছেন। ফলে তিনিও নতুন মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি আসানাসোলের এই সাংসদের। তবে বাবুল সুপ্রিয়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। মনোহর পারিক্কর, বাবুল সুপ্রিয় ছাড়াও নয়া মন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন, রাজস্থানের সাংসদ তথা অলিম্পিকে রুপো জয়ী শ্যুটার রাজ্যবর্ধন রাঠোর, বিহারের নওডার সাংসদ গিরিরাজ সিংহ এবং পাটনার সাংসদ রামকৃপাল যাদব। এছাড়া রাজস্থানের বার্মেরের সাংসদ কর্নেল সোনারাম, যোধপুরের সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াত এবং ঝাড়খন্ডের হাজারিবাগের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা, উত্তরপ্রদেশের ভাদোহীর সাংসদ বীরেন্দ্র সিংহ এবং মহারাষ্ট্রের চন্দ্রপুরের সাংসদ হংসরাজ আহিরের নামও তালিকায় রয়েছে। বিজেপি সাংসদ ছাড়াও জোটসঙ্গী শিবসেনা এবং তেলেগু দেশম পার্টি থেকেও আরও কয়েকজন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। কেননা, এই দুই দলের কাছ থেকেও নামের তালিকা চেয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়া মুসলিম সম্প্রদায়কে ইতিবাচক বার্তা দিতে মুসলিম মুখ হিসেবে দলের দীর্ঘদিনের কর্মী তথা বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নকভিকে মন্ত্রী করার ব্যাপারে ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে খুব বেশি ২০ জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হবে এবং মন্ত্রিসভার বহর খুব বেশি বাড়ানো হবে না বলে সূত্রের খবর।