ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৫৫:৫৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মুন্সীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

| ২৩ আশ্বিন ১৪২৫ | Monday, October 8, 2018

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার কমলাঘাট বাণিজ্যিক বন্দরে গতকাল রোববার দিবাগত রাতে আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার কমলাঘাট বাণিজ্যিক বন্দরে আগুন লেগে একটি প্লাস্টিকের কারখানা ও দুটি গুদাম পুড়ে গেছে।

গতকাল রোববার রাত ১২টার দিকে প্লাস্টিকের কারখানায় আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে কারখানার শ্রমিকরা চিৎকার করে বাইরে বেরিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পাশে থাকা কাঠের ও ডালের গুদামেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় ৫০ লাখ টাকার ওপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।