ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৩৮:৫৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মুক্তিযোদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে কমিটি গঠন

| ২৭ আষাঢ় ১৪২২ | Saturday, July 11, 2015

মুক্তিযোদ্ধা আইয়ুব খানের (৬২) আত্মহত্যার ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়েছে। আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মন্ত্রণালয়ের সচিবের প্ররোচনার অভিযোগ ওঠায় এ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় কর্ণফুলী ইন্টারন্যাশনাল হোটেলের ২০৪ নম্বর কক্ষে বিষপাণ করে আত্মহত্যা করেন আইয়ুব খান নামের ওই মুক্তিযোদ্ধা। পরে শাহবাগ থানার এসআই মামুন ফরায়েজী তার লাশ উদ্ধার করেন।
তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সদস্য সচিব ছিলেন তিনি। জানা গেছে, বুধবার দেশের একটি জাতীয় দৈনিকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ায় মুক্তিযোদ্ধার আত্মহত্যা? শিরোনামে এবং একই বিষয়ে অন্যান্য দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে আইয়ুব খান ঢাকার জেলা প্রশাসকের বরাবরে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান তাকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার অবশ্য এই বক্তব্যের প্রতিবাদ জানান সচিব এম এ হান্নান। প্রতিবাদ লিপিতে সচিব এম এ হান্নান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম (দক্ষিণ) ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে যে বিষয়টি বলা হয়েছে তাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এখতিয়ারাধীন। তা ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সব বীর মুক্তিযোদ্ধার জন্য সব সময় উন্মুক্ত। এখানে প্রবেশের জন্য কোনো পাসের প্রয়োজন হয় না।

তিনি বলেন, বের করে দেওয়ার কাজটি যেহেতু এ মন্ত্রণালয়ের কর্মপরিধির মধ্যে পড়ে না বা এটি ব্যক্তি বিশেষের কোনো কাজও নয় সেহেতু এ কাজে সচিবের বাসায় যাওয়া কোনো মতেই বিশ্বাসযোগ্য ঘটনা নয়। তা ছাড়া তিনি আমার পূর্বপরিচিত নন এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই এবং সে কারণে ব্যক্তিগত আক্রোশ থাকারও প্রশ্ন ওঠে না। কাজেই এ ধরনের সংবাদের প্রতিবাদ জানাই।