ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৪৪:৪১

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ২২৭ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

| ২৫ মাঘ ১৪২২ | Sunday, February 7, 2016

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের মো. রেজাউল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে দেশের সকল উপজেলায় মোট ২ হাজার ৯৭১টি ইউনিট নির্মাণের সংস্থান রয়েছে। এই প্রকল্পের আওতায় ৯৫০টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে, ১ হাজার ১৫৬টি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ২৮২টি বাসস্থান নির্মাণের জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে মুক্তিযোদ্ধাদের আবাসনের লক্ষ্যে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, অসহায় ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার জমির উপর ‘মুক্তিযোদ্ধা পল্লী’ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার মোহাম্মদপুরের গজনবী সড়কে শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে ৬২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দু’টি বেজমেন্টসহ ১৫তলা বিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ ২০১৪ সালের জুনে সম্পন্ন করা হয়েছে।