ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৬:২৭:০৮

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

মির্জাপুরে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

| ৮ অগ্রহায়ন ১৪২৪ | Wednesday, November 22, 2017

 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে রোজি আক্তার (৩৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মুকছেদ আলী (৩৫ ) ও শাশুড়ি হাফিজা খাতুনকে (৫৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে রোজির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে উপজেলার বলটিয়া গ্রামের রজব আলীর মেয়ে রোজির সঙ্গে মুকছেদের বিয়ে হয়। এরপর  যৌতুকের দাবিতে তাকে নানাভাবে নির্যাতন শুরু করে তার স্বামী। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায় মঙ্গলবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

রোজির ভাই রাজিব খান জানান, মুকছেদ এর আগে আরও দুটি বিয়ে করেছেন। তা গোপন রেখে প্রতারণার মাধ্যমে রোজিকে বিয়ে করেন তিনি।

নির্যাতনের শিকার তার আগের দুই স্ত্রীও চলে গেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ ও দুই কান থেকে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।