ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:০৬:৩৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মানুষের আস্থা অর্জন করতে ছাত্রলীগের নবনির্বাচিত নেতাদের প্রতি আওয়ামী লীগ সভাপতির আহ্বান।

| ১৫ শ্রাবণ ১৪২২ | Thursday, July 30, 2015

মানুষের আস্থা অর্জন করতে ছাত্রলীগের নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এ দেশের ছাত্রদের প্রতি যে মানুষের একটা আস্থা, বিশ্বাস ছিল; সেটা আবারও ফিরিয়ে আনতে হবে।’ গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, আর কোনো দিন দেবও না। ভোগের মধ্যে সুখ নয়, ত্যাগের মাধ্যমেই নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই নিজেকে একজন সত্যিকার দেশপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। যারা ভোগের গড্ডলিকায় নিজেকে বিলিয়ে দেয় তারা নিজেরা হয়তো ভোগবিলাসের জীবন কাটাতে পারে; কিন্তু দেশকে কিছু দিতে পারে না। এর প্রমাণ তোমরা বাংলাদেশেই দেখেছ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৮ সাল থেকে ছাত্রলীগ বাংলাদেশের জনগণকে মুক্তির পথ দেখিয়ে আসছে। আওয়ামী লীগ আদর্শ নিয়ে চলে। কারণ আদর্শ ছাড়া, নীতি ছাড়া কখনো কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। তাই নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে।’

নতুন নির্বাচিত ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই, তোমরা যে দায়িত্ব পেয়েছ এবং তোমাদের যারা নির্বাচিত করেছে তাদের প্রতি সম্মান রেখে তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। কারণ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বঙ্গবন্ধু ছাত্রদের নিয়ে কাজ শুরু করেছিলেন। ছাত্রদের দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, দেশের উন্নতি হয়। এটি একটি কারণেই হয়, কারণ আওয়ামী লীগ আদর্শ নিয়ে চলে, যে আদর্শ বঙ্গবন্ধু দিয়ে গেছেন। একটি লক্ষ্য রেখেই আওয়ামী লীগের রাজনীতি। কাজেই ছাত্রলীগের নেতাকর্মীদের এই অল্প বয়স থেকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। আমি কী পেলাম সেটা বড় কথা নয়, আমি দেশকে কী দিলাম, সাধারণ মানুষকে কী দিতে পারলাম, সেটিই বড় কথা। একজন রাজনীতিবিদের জীবনে এটাই হচ্ছে চরম সত্য। কাজেই তাদের সব সময় এটাই চিন্তা করতে হবে, আমি দেশ এবং দেশের মানুষকে কতটুকু দিলাম।’

কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তুলে আনায় ছাত্রলীগ নেতাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরির দৃষ্টান্ত স্থাপন করেছি। জানি না অন্যরা এ দৃষ্টান্ত কতটুকু অনুসরণ করবে।’

ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের প্রশংসা করে বলেন, ‘ছাত্রলীগকে আমি প্রশংসা করতে চাই, ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে সুষ্ঠুভাবে, নিরাপদভাবে কোনো গণ্ডগোল ছাড়া নির্বাচনের মাধ্যমে আপনারা যেভাবে আপনাদের কাউন্সিল করে এসেছেন, এটা দেশের সামনে একটা উদাহরণ।’ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে জয় বলেন, ‘আমার বিশ্বাস আপনারা আমাদের স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর চেতনা নিয়ে দেশের জন্য কাজ করবেন।’

এর আগে সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা। ওই সময় সেখানে ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘দেশের সবচেয়ে বড় ও ঐহিত্যবাহী ছাত্রসংগঠনের দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করি। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রগতির পথে ছাত্রসমাজকে এগিয়ে নেওয়াই হবে আমাদের দায়িত্ব।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ নেতারা ধানমণ্ডি থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যান। সেখানে নতুন কমিটিকে বরণ করে নেয় সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার কয়েক শ নেতাকর্মী।