ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২০:০৬:৩৯

মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ জনগনকেও এগিয়ে আসতে হবে-গাউছুল আজম

| ১২ ভাদ্র ১৪২১ | Wednesday, August 27, 2014

270814-13.jpg

মাদক ও ইভটিজিং বন্ধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ জনগনকেও এগিয়ে আসতে হবেজনপ্রতিনিধিরা কেউ মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেন না এটা সত্যিকারন এ সব অপরাধের জন্যে দন্ডপ্রাপ্তদের পক্ষে কোন তদ্বির উনারা করেননি

আমি অনেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কাইফাই, লিনজিন, মেহেরুন, রূপায়নসহ অনেক আবাসিক হোটেলে সীলগালা করে দিয়েছিভবিষ্যতেও আমার এ অভিযান অব্যাহত থাকবেগতকাল মঙ্গলবার সদর উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিকসভায় সভাপতির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম এসব কথা বলেন

সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম. সাইফউল্লাহ বাদল স্কুল ছাত্রীদের ইভটিজিং বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেক আপত্ত্বিকর ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করেছেনতবে কুতুবপুর এলাকার চাইনজ রেস্টুরেন্টগুলোতে আরো অভিযান চালাতে হবেএ ছাড়াও ঈদের পরে দেওভোগ উজির আলী স্কুলের ছাত্রীদের নির্বিঘেœ চলাফেরার জন্যে ওই এলাকার বখাটেদের প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করলে সমাজ উপকৃত হবে

এ ছাড়াও সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট থানা পুলিশকে অনুরোধ জানানএ ছাড়াও যত্রতত্র যাতে হাট বসতে না পারে সে ব্যাপারেও খেয়াল রাখার দাবি জানান বক্তারাযানজট নিরসনে সড়কগুলোর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিসহ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু, কাশীপুর ইউপি চেয়ারম্যান মোমিন শিকদার, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা মডেল ও সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসারসহ উপজেলার দয়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পরে সদর উপজেলার এডিপি প্রকল্পের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ৫ মণ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা উপজেলার পুকুরে অবমুক্ত করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম