ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:২৮:০৪

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকী উদযাপনে মোটর শোভাযাত্রা কাল

| ২২ মাঘ ১৪২৫ | Monday, February 4, 2019

নয়াদিল্লি : মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন ও ৩০তম জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নয়াদিল্লিতে আগামীকাল এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজঘাটে গান্ধী স্মৃতি ও দর্শনসমিতিতে পতাকা উত্তোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি এ মোটর শোভাযাত্রার সূচনা করবেন ।
সড়ক পরিবহন ও মহাসড়ক, জাহাজ চলাচল, রাসায়নিক ও সার বিষয়ক প্রতিমন্ত্রী মানসুখ এল. মান্দাভিয়া ও এ সময় উপস্থিত থাকবেন।
দেশটির সরকারি কর্মকর্তাগণ আজ জানিয়েছেন, শোভাযাত্রাটি বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ঐতিহাসিক যে সকল স্থানে গান্ধীজি ভ্রমণ করেছিলেন সে সব এলাকায় যাত্রা করবে।
শোভাযাত্রাটি বাংলাদেশের ঢাকা পৌঁছনোর আগে ভারতের সবুরমতি, পোরবন্দর, ড্যান্ডি, যারবাদা, শেওরাগ্রাম, জাবালপুর, লক্ষ্মৌ, গোরাখপুর, চাউরিচৌরা, চম্পরান, শান্তিনিকেতন ও কলকাতায় যাত্রা করবে। এ মোটর শোভাযাত্রা ২৪ ফেব্রুয়ারি মিয়ানামারের ইয়াংগুনের ৭,২৫০ কিলোমিটার এলাকা ভ্রমণ করবে।
গত বছর ২ অক্টোবর ভারত সরকার বছরব্যাপী মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। এ শোভাযাত্রা সে কর্মসূচিরই অংশ। শোভাযাত্রাটি সংশ্লিষ্ট রুটে সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রচারণা চালাবে।
সূত্র আরো জানিয়েছে আগামীকালের এ কর্মসূচি ভারত ও সেদেশের বিভিন্ন প্রদেশের ‘ড্যাশ বোর্ড ফর রোড অ্যাক্সিডেন্ট ডাটা ’-প্রচার প্রদর্শন করবে। দি সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রী সড়ক নিরাপত্তার অঙ্গীকারের গুরুত্ব ও সমর্থনে ২০১৯ সালকে ‘সড়ক নিরাপত্তা বর্ষ’ পালন করবে।
এই কর্মসূচি সড়ক নিরাপত্তা নিয়ে গণসমানুষের অংশগ্রহণমূলক উদ্যোগসমূহ পরিদর্শন করবে।
দি ইন্ডিয়ান রোড সেফটি ক্যাম্পেইন, আইআইটি দিল্লি এ বিষয়ে একটি আন্তঃমহাবিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করবে। সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উদ্যোগগ্রহনের জন্য ১৩৫ টি এনজিওকে চিঠি দেয়া হয়েছে।
এছাড়াও নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত বর্তমান অবস্থার উন্নয়নে বিভিন্ন সেমিনার, কর্মশালার আয়োজন করবে। এসব কর্মসূচি বর্তমান অবস্থার উন্নয়নে সড়ক নিরাপত্তা প্রকৌশল, মোটরযান ইনস্যুরেন্সও গণমানুষকে এসব বিষয়ে সচেতনতা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা তুলে ধরবে।