ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৩৫:২৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

মন্দিরে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ

| ২৮ অগ্রহায়ন ১৪২২ | Saturday, December 12, 2015

 

ঢাকা: বৃহস্পতিবার দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসকন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

জাতীয় প্রেস ক্লাবের শুক্রবার সকালে সামনে রাস্তা বন্ধ করে সংগঠনের ব্যনারে শতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে। ফলে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, ‘সম্প্রতি ফরিদপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অলোক সেনকে হত্যা চেষ্টা করা হয়েছে। গতকাল দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা ও ইসকন সভাপতি রীন্দ্র রায়কে হত্যা চেষ্টা করা হয়েছে। প্রতিদিনই কোন না কোন স্থানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটছে। কিন্তু বরাবরের মতো সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

ইসকন এর গৌর দাস ব্রহ্মচারী বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানসহ সকলের অংশগ্রহনেরই এই দেশ স্বাধীন হয়েছে। তারপরেও একের পর এক মসজিদ-মন্দিরে হামলা অব্যাহত রয়েছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’

প্রত্যেকটি হামলার ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এরপর তারা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলসহ শাহবাগের দিকে যায়।