ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০৫:২৪

মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই- নৌমন্ত্রী

| ২৪ কার্তিক ১৪২১ | Saturday, November 8, 2014

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সাংবিধানিকভাবে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই, ২০১৯ সালেই নির্বাচন হবে

গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডের বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরী করা তেল সরবরাহকারী মিলিটারী ট্যাঙ্কার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেনমন্ত্রী বলেন, জেল কোডের নিয়মানুযায়ী মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হবে

শীতলক্ষ্যা নদীর দখল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ২০০৯ সালে ৪ শত ৭০ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নদী খননের কাজ হাতে নিয়েছিলঢাকার আশপাশের নদীর ৩ হাজার কিলোমিটার অবৈধ স্থাপনা ও দখল মুক্ত করা হবেশীতলক্ষ্যা নদীও বাদ যাবে নাএসময় মন্ত্রী আরো বলেন, আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড স্পিপওয়েজ বিশ্ব বাজারে বড় বড় জাহাজ রপ্তানী করে বাংলাদেশের ভাবমূতি উজ্জল করেছেআগামীতেও এই প্রতিষ্ঠান রপ্তানী বাজারে বিশ্বের শীর্ষ জাহাজ নির্মানকারী প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলবেসরকার আনন্দ শিপইয়ার্ডসহ দেশের সকল জাহাজ নির্মানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সব রকমের সহায়তা অব্যাহত রাখবে

এর আগে মন্ত্রী শাহজাহান খান আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড স্লিপওয়েজের জাহাজ নির্মান নির্মান ইয়ার্ড ঘুরে দেখেনঅনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ নৌ বাহিনীর জন্য তৈরী করা তেল সরবরাহকারী মিলিটারী ট্যাঙ্কার হস্তান্তর বইয়ে স্বাক্ষর করেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আবদুল্লাহ হেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন, বাংলাদেশ নৌ বাহিনী ও নৌ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা