ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:৫৩:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ভুঁইফোঁড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী

| ২৫ পৌষ ১৪২৫ | Tuesday, January 8, 2019

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : ফোকাস বাংলা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবিলা করব।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এর আগে সচিবালয়ে প্রবেশ করলে মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ড. হাছান মাহমুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি এ মন্ত্রণালয়ে নতুন এসেছি। সবার সহযোগিতা প্রয়োজন হবে। সাংবাদিকদের যেসব দাবি-দাওয়া রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করব।’

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিলে তথ্য সচিব আবদুল মালেক ও বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান। ছবি : ফোকাস বাংলা

ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। রাষ্ট্রের অন্যান্য স্তম্ভের সঙ্গে ও গণমাধ্যমের সমন্বয় থাকলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুলজীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করব। সাংবাদিকদের অনেক সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করব।’

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ইশহেতারে বলা হয়েছে ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গীকার করেন না, তা বাস্তবায়ন করেন। আমাদের নেত্রী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশ হবে ডিজিটাল। সেই স্বপ্ন তিনি অনেক আগেই বাস্তবায়ন করেছেন।”

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। খালি পায়ে মেঠোপথে মানুষ চলতে দেখা যায় না। যেই দেশে মানুষের ঘনত্ব অনেক বেশি, যেই দেশে খাদ্য ঘাটতি ছিল, সেই দেশে এখন খাদ্য উদ্বৃত্ত থাকে।

তথ্যমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদ গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ গ্রহণ করেন। আজ দুপুরে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে বসেন। এর আগে জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।