ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:০৩:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ভারতের পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই: স্মৃতি ইরানি

| ২৪ চৈত্র ১৪২৪ | Saturday, April 7, 2018

পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ পঞ্চায়েত ভোটের আগে এই রাজ্যের পরিস্থিতি ভয়াবহ৷একজন বিজেপি কার্যকর্তা হিসেবে এই রাজ্যে এসে শুক্রবার তিনি ভয়াবহ পরিস্থিতি দেখে গেলেন৷

তিনি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্মৃতি ইরানি৷ রাজ্য বিজেপির অফিসে এ দিন তিনি বলেন, ‘‘আমাদের কর্মী অজিত মুর্মু খুন হলেন৷ তার পর আমরা দেখলাম রাজ্য প্রশাসনের কী ভূমিকা৷ রাজ্য সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ৷’’

এ দিন কলকাতায় এসেছেন বিজেপির সহ সভাপতি স্মৃতি ইরানি৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘বিজেপি কর্মীরা রাজ্য জুড়ে পঞ্চায়েতের মনোনয়নকে ঘিরে এই হিংসার প্রতিবাদ করছেন৷ কেউ পালিয়ে যাচ্ছেন না৷ এই সাহসিকতার জন্য আমি তাঁদের কুর্নিশ করি৷’’

দুই এপ্রিল থেকে এ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ আর, এর সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে হানাহানিও৷ শুক্রবার পর্যন্ত প্রাণ গিয়েছে দুই জনের৷ আগামী পয়লা, তিন এবং পাঁচ মে এ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে৷ নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে আগামী ন’ এপ্রিল৷ রাজ্যে বিভিন্ন পরীক্ষা চলায় রাজনৈতিক দলগুলি মাইক বাজিয়ে প্রচারের তেমন সুযোগই পাবে না৷ এই পরিপ্রেক্ষিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা রাজ্যে কবে হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে৷ এ দিকে, পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে৷

এ দিন স্মৃতি ইরানি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র স্তব্ধ৷ হিংসা-হানাহানি চলছেই৷’’ অমিত শাহর অতি সাম্প্রতিক একটি বিতর্কিত মন্তব্যকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে সমালোচনা করেছেন৷ এই বিষয়টি নিয়ে স্মৃতি ইরানি বলেন, ‘‘আমি ডেরেকের থেকে কোনও ভালো মন্তব্য আশা করছি না৷ অজিত মুর্মু খুন নিয়ে ডেরেক কি কিছু বলবেন?’’

এ দিন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, বিজেপি দেশে ২১ রাজ্যে সুশাসন দেখিয়ে দিয়েছে৷ আমেথির মানুষ রাহুল গান্ধীকে ছেড়ে দিয়েছেন৷ এ বার রাহুল গান্ধী ভাবুন কবে উনি আমেথি ছাড়বেন৷ তবে সাম্প্রতিক ‘ভুয়ো সংবাদে’র বিষয়ে এ দিন তিনি বিশেষ কিছু বলেননি৷ দলীয় সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি তাঁর মন্ত্রকের বিষয়টি আনতে চাননি বলে মনে করছে ওয়াকিবহাল মহলের কোনও কোনও অংশ৷