ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০৬:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ভারতের কেরালায় বন্যায় গৃহহীন প্রায় ৫৪ হাজার

| ২৭ শ্রাবণ ১৪২৫ | Saturday, August 11, 2018

নয়াদিল্লী: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, চলমান বন্যায় প্রায় ৫৪ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

রাজ্যের ১৪টি জেলার মধ্যে ৮টি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কর্মকর্তারা বলেন, শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান হেলিকপ্টারে চরে দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন।
এক সরকারি মুখপাত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বন্যায় ক্ষতিগ্রস্ত ইদুক্কি, আলাপ্পুঝা, এরনাকুলাম, ওয়েইয়ানাদ, কোঝিকোদে ও মালাপ্পুরাম পরিদর্শন শুরু করেছেন।’
কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ২৯ জন মারা গেছে। এদের মধ্যে ভূমিধসে ২৫ জন ও পানিতে ডুবে চার জন মারা গেছে।
ওই মুখপাত্র আরো বলেন, ‘বন্যা ও ভূমিধসে ৫৩ হাজার ৫শ’ লোক গৃহহীন হয়ে পড়েছে। এরা এখন অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে।’
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগটিতে শুধু এরনাকুলামেই ৭ হাজার ৫শ’ পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।’
খবরে বলা হয়েছে, মুনারে ২৪ বিদেশীসহ প্রায় ৫০ পর্যটক একটি রিসোর্টে আটকা পড়েছে।
আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে আরো বৃষ্টিপাত হতে পারে।
রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কেরালার বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনের কথা রয়েছে।