ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৫২:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ভারতীয় বিমানে ক্রু’র ভুলে রক্ত ঝরলো যাত্রীদের

| ৫ আশ্বিন ১৪২৫ | Thursday, September 20, 2018

মুম্বাই : ভারতের একটি যাত্রীবাহী বিমানে ককপিটে ত্রুটির কারণে বৃহস্পতিবার ৩০ জনেরও বেশি যাত্রীর কান ও নাক দিয়ে রক্ত ঝরেছে। বিমান ক্রু কেবিনের বাতাসের চাপ নিয়ন্ত্রণকারী সুইচ চালাতে ভুলে যাওয়ায় আতংকিত ঘটনাটি ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ ঘটনার কারণে জয়পুরগামী জেট এয়ারওয়েজের বিমানটিকে মুম্বাই ফিরে আসতে হয়। একজন যাত্রী বলেন, ওই সময় যাত্রীদের মধ্যে ‘আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।
জেট এয়ারওয়েজ এর পক্ষ থেকে বলা হয়, বিমানটিতে ১৬৬ যাত্রী ছিল। এটি মুম্বাই ফিরে আসে এবং আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়। বিকল্প ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তদন্তের জন্য বিমান ক্রুদের পূর্ব নির্ধারিত ডিউটি স্থগিত করা হয়েছে।
বিমানের একজন যাত্রী টুইটারে অক্সিজেন মাস্ক পরা আরোহীদের ছবি আপলোড করে বলেছেন,‘কারিগরি ত্রুটির কারণে জেটএয়ারওয়েজ ৯ডব্লিউ ০৬৯৭ এ আতঙ্কিত পরিস্থিতি। বিমানটি মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিল।’
তিনি আরো বলেন, ‘বিমানটি উড্ডয়নের ৪৫ মিনিট পর আবার মুম্বাইয়ে ফিরে আসে। আমিসহ বিমানের সকল যাত্রী নিরাপদ আছে।’
ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয় টুইটারে জানায়, তারা সরকারি সংস্থাগুলোর কাছ থেকে তাৎক্ষণিক প্রতিবেদন চেয়েছেন।