ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:৪৩:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ব্লু-হোয়েল : ‘আমি না মরলে, ওরা আমার মাকে মেরে ফেলবে’

| ৬ কার্তিক ১৪২৪ | Saturday, October 21, 2017

 

প্রতীকী ছবি

লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল ১৭ বছর বয়সের এক কিশোরী। বিষয়টি চোখে পড়ে সে সময় ওই জায়গার নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দৌড়ে গিয়ে তাঁরা ওই কিশোরীকে উদ্ধার করে।

উদ্ধারের পর হাউমাউ করে কেঁদে ওঠে ওই কিশোরী। দাবি করে, অনলাইনভিত্তিক গেম ‘ব্লু হোয়েল’-এর ফাঁদে পড়েছে সে। আর খেলা বন্ধ করলেই তার মাকে মেরে ফেলা হবে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরে এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাবা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন কর্মকর্তা।

ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ওম প্রকাশ নামের এক ব্যক্তি জানান, ‘কিশোরী কাঁদছিল… আমি বুঝতে পারলাম সে লেকে ঝাঁপ দিতে যাচ্ছে। আমি তার পেছনে দৌড়ে গেলাম… তারপর তার সঙ্গে কথা বলা শুরু করলাম। জিজ্ঞাসা করলাম, কী হয়েছে। সে বলল, তার মা মারা যাবে।’

ওই কিশোরীকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধারের পর ওই কিশোরী জানায়, সে ব্লু-হোয়েল গেম খেলছে। গেমটির শেষ ধাপে রয়েছে সে।

এ বিষয়ে জানতে চাইলে লেখরাজ সিং নামের এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘ওই কিশোরী পুলিশকে বলে, সে আত্মহত্যার মাধ্যমে খেলা শেষ না করলে তার মা ও পরিবারের অন্য সদস্যদের ওপর বিপদ নেমে আসবে।’

কিশোরীর হাতে ‘নীল তিমি’র ছবি আঁকা ছিল বলে জানান পুলিশ কর্মকর্তারা।