ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:১৫:১৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

| ৭ চৈত্র ১৪২৫ | Thursday, March 21, 2019

ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাক্ষাৎ করেছেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশ খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং সময়ের পরিক্রমায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হচ্ছে। এ সময় পাইপলাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ আমদানি, এলএনজি টার্মিনাল ইত্যাদি বিষয়সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে আলোচনা হয়।
ভারতের হাইকমিশনার জি-টু-জি বা অন্য প্রকল্প বাস্তবায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ভারতের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশের প্রচুর গ্যাস প্রয়োজন। বিদ্যুৎ আমদানিকেও সরকার ইতিবাচকভাবে দেখছে।
এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গৌরব গান্ধী উপস্থিত ছিলেন।