ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:০২:৩২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বিজয়ের মাসেই নির্বাচন : নাসিম

| ১১ পৌষ ১৪২৪ | Monday, December 25, 2017

 

​কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরেই শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বিশ্বের সব গণতান্ত্রিক দেশের মতো সংবিধান মেনেই নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান যে রায় দেবে, সেটাই আমরা মেনে নেব। খালেদা জিয়াকে অনুরোধ করব, নির্বাচনে আসুন। মাঠ ছেড়ে দয়া করে পালাবেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। মাঠে খেলা হোক, দেখেন কে জেতে কে হারে, রেফারি থাকবে নির্বাচন কমিশন।’

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকার খুবই আন্তরিক বলেও উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব দ্রুতই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। তা ছাড়া সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন, পৌর মেয়র মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

পরে সাতজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।