ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:২০:২০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

বিজেপিতে যোগ দিয়েছে ৩০ লাখ মুসলিম

| ২২ জ্যৈষ্ঠ ১৪২২ | Friday, June 5, 2015

tljgwzpm

কাগজ অনলাইন ডেস্ক: কাজ দেখেই তাকে বিচারে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই আহ্বানের পরই তার দল বিজেপি’তে বেড়েছে মুসলিমের সংখ্যা। সম্প্রতি দলটির সদস্য সংগ্রহ অভিযানে ৩০ লাখ মুসলিম যোগ দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিজেপি’র জাতীয় সংখ্যালঘু বিভাগের প্রধান আব্দুল রাশেদ আনসারী জানান, দলে মুসলিমদের সংখ্যা কখনোই গণনা করা হয়নি। তবে বর্তমানে এর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণ বলে উল্লেখ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার হাতে আসা সদস্য সংখ্যার তালিকায় দেখা গেছে, মধ্যপ্রদেশ থেকে ৪ লাখ, গুজরাটে ২ লাখ ৬০ হাজার, দিল্লিতে ২ লাখ ৫০ হাজার, পশ্চিমবঙ্গে ২ লাখ ৩০ হাজার, রাজস্থানে ২ লাখ, আসামে ২ লাখ ও উত্তরপ্রদেশে ১ লাখ ৭৫ হাজার মুসলিম যোগ দিয়েছে। এ ছাড়া অন্যান্য রাজ্যে যোগ দেওয়া মুসলিমদের সংখ্যা মিলিয়ে মোট ৩০ লাখে দাঁড়িয়েছে।

দেশটিতে বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) করা সদস্য সংগ্রহ অভিযানে নিবন্ধিত সদস্যের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

বিজেপি’তে এই প্রথমবারের মতো এত সংখ্যক মুসলিম সদস্য হিসেবে যোগ দেওয়ায় তাদের নিয়ে অপসাম্প্রদায়িকতার পথে চলা হিন্দুত্ববাদী দলটির জন্য বেশ চ্যালেঞ্জরই। আরএসএসের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ) ছায়া থেকে এখনও বের হতে না পারা দলটির জন্য এটা চ্যালেঞ্জের বলে মানছেন আনসারীও।