ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:০৮:৩৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের নামে পরোয়ানা

| ৩১ ভাদ্র ১৪২১ | Monday, September 15, 2014

ziaaaaaaaaa_86062.jpg

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে ‘সাজানো’, ‘হাস্যকর’ ও ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করে অবিলম্বে মামলা ও পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এর আগে পুলিশি কাজে বাধা ও বিশৃঙ্খলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে আজ দুপুরে গ্রেফতারি আদালত জারি করেন আদালত।

উল্লেখ্য, মামলাটির এজাহারে ফখরুলের নাম ছিল না। পরে উস্কানিদাতা হিসাবে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।

খালেদা জিয়া তার বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এজাহারে নাম না থাকা সত্বেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে চার্জশিটে মির্জা ফখরুলের নাম অন্তর্ভুক্ত করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, বিরোধী দলকে নির্মূল করে সরকার একদলীয় শানসকে একটি শক্ত ভিত্তিতে দাঁড় করাতে নিরবচ্ছিন্নভাবে চক্রান্তের জাল বুনছে। মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা সেই চক্রান্তেরই অংশ।

খালেদা জিয়ার অভিযোগ, ‘গণবিচ্ছিন্ন সরকার নিজেদের বেসামাল অবস্থা সন্ত্রাসী কায়দায় সামলাতে চাইছে। তাই তাদের প্রয়োজন হচ্ছে মির্জা ফখরুলের মতো বিরোধী কেন্দ্রীয় নেতাদের কারাগারে আটকে রাখার।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরে আছেন।