ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:১০:৩৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বিএনপির জনসভা পিছিয়ে শনিবার

| ১০ আশ্বিন ১৪২৫ | Tuesday, September 25, 2018

 

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির জনসভার তারিখ পরিবর্তন করে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। আগে জনসভার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করলেও এখন দুদিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে গতকাল সোমবার দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা বলা হয়েছিল। তবে কেন জনসভার তারিখ পিছিয়ে দেওয়া হলো, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, ‘অসুস্থ দেশনেত্রী চরম স্বাস্থ্যঝুঁকিতে। তাঁকে যখন অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর আগের রোগগুলো নিয়ন্ত্রণে ছিল, তিনি অসুস্থ ছিলেন না। তাহলে এ পরিস্থিতি হলো কেন?’

‘কর্তৃপক্ষের অবহেলা, হয়রানি, অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে বদ্ধ পরিবেশের মধ্যে তাঁকে দিনযাপন করতে হচ্ছে, যা একটি চরম নির্যাতন। এই নির্যাতন সহ্য করতে গিয়ে তাঁর আগের অসুস্থতা এখন আরো গুরুতর রূপ ধারণ করেছে। তাঁকে সুচিকিৎসা হতে বঞ্চিত করেছে,’ যোগ করেন বিএনপির এই নেতা।