ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৫:২৬:০১

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

বাসায় কাজে এসে গৃহকর্মীর আত্মহত্যা!

| ২০ শ্রাবণ ১৪২৪ | Friday, August 4, 2017

 

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকার একটি বাসায় আজ সকালে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাঁর লাশ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুরোনো ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসায় কাজ করতে এসে এক গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন গৃহকর্তা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই গৃহকর্মীর নাম লাইলী বেগম (২৫)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী ভারতে কারাগারে আছেন বলে জানা গেছে।

গৃহকর্তা মঈন উদ্দিনের ভাষ্য, তাঁরা খিলগাঁও বনশ্রী এলাকায় একটি বাড়িতে থাকেন। গৃহকর্মী লাইলী তাঁদের বাসায় কাজ করতেন। খিলগাঁও হিন্দুপাড়া এলাকায় থাকতেন লাইলী। আজ সকালে লাইলী তাঁদের বাসায় কাজ করতে আসেন। এ সময় হঠাৎ বাসার সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন গৃহকর্মী লাইলী।

বিষয়টি বাসার লোকজন টের পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাইলীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন গৃহকর্তা।

ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।