ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:৫৫:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

বাংলাদেশ নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল ও পানি পাঠাচ্ছে

| ২২ বৈশাখ ১৪২২ | Tuesday, May 5, 2015

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার শেখ হাসিনা এ নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী। প্রেসসচিব বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশ পাওয়ার পর সোমবারই ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক ও আকাশপথে এসব ত্রাণ নেপালে পাঠানো হবে।’ গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। দুর্গতদের জন্য জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার, কম্বলসহ ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল পরদিনই কাঠমাণ্ডু পৌঁছায়। ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেপালের প্রত্যন্ত জেলাগুলোতে এখনো ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।