ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০২:৪৬:৩৬

বন্দরে সংখ্যালঘুর খামারে আগুন : ৬ গরু দগ্ধ

| ২৮ পৌষ ১৪২১ | Sunday, January 11, 2015

বন্দরে সংখ্যালঘুর খামারে আগুন : ৬ গরু দগ্ধ, ৪ লাখ টাকার ক্ষতি

বন্দরে নাশকতাকারীরা সংখ্যালঘুর গরুর খামারে অগ্নিসংযোগ করায় ৬ টি গরু দগ্ধ হয়েছে। আজ রবিবার ভোরে মাহমুদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় থানায় খামার মালিক সুভাষ দাস বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামার মালিক জানান, তিনি বন্দর থানার মাহমুদ নগর এলাকার মৃত সূর্য মোহন দাসের ছেলে সুভাষ দাস। সে দীর্ঘ দিন যাবত দুধেলা গরুর খামার করে দুধ বিক্রির করে জীবিকা নির্বাহ করে আসছিল। গতকাল রোববার ভোরে কে বা কারা তার খামারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে তার ৬টি গরু দগ্ধ হয়। এটি গরু ঘটনাস্থলেই মারা যায়। ২টি গরুর অবস্থা আশংকা জনক। ৩টি গরু আংশিক দগ্ধ হয়। স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। পুলিশের ধারনা জামাত শিবির এ ঘটনা ঘটাতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।