ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৬:৫৫:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

বতর্মান ও প্রস্তাবিত বেতন স্কেল,সর্বোচ্চ বেতন ১ লাখ টাকা, সর্বনিম্ন ৮২০০

| ৭ পৌষ ১৪২১ | Sunday, December 21, 2014

salary-scale বতর্মান ও প্রস্তাবিত বেতন স্কেলের পার্থক্য

ঢাকা: সরকারি চাবরিজীবীদের জন্য সর্বোচ্চ ৮০ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২শ টাকা নির্ধারণ করে জাতীয় পে-কমিশনের প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পেশ করেছেন পে-কমিশনের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন।

তবে পে-কমিশনের প্রতিবেদনে মন্ত্রিপরিষদ সচিবের বেতন এক লাখ টাকা এবং সিনিয়র সচিবের বেতন ৮৮ হাজার টাকা করার শুপারিশ করা হয়েছে। সবমিলিয়ে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা। যারা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তারা প্রতি মাসে মূল বেতনের সঙ্গে অতিরিক্ত আরো ৪ হাজার টাকা পাবেন। তবে এটি কার্যকর হলে মহার্ঘ্যভাতা বিলুপ্ত হবে।

এদিকে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাবদ ৩৮ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। নতুন পে-কমিশন বাস্তাবায়ন হলে বছরে ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সারাদেশে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই পে-কমিশনের আওতায় আসবে।

এবার সরকারি বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা ২০ থেকে ১৬-তে নামিয়ে আনা হয়েছে। নিম্নে বতর্মান ও প্রস্তাবিত বেতন স্কেলের পার্থক্য তুলে ধরা হলো-

গ্রেড        বর্তমান বেতন স্কেল    প্রস্তাবিত বেতন স্কেল
গ্রেড ১        ৪০,০০০                      ৮০,০০০
গ্রেড ২        ৩৩,৫০০                     ৭০,০০০
গ্রেড ৩        ২৯,০০০                     ৬০,০০০
গ্রেড ৪        ২৫,৭৫০                     ৫২,০০০
গ্রেড ৫        ২২,২৫০                     ৪৫,০০০
গ্রেড ৬        ১৮,৫০০                    ৩৭,০০০
গ্রেড ৭        ১৫,০০০                    ৩২,০০০
গ্রেড ৮        ১২,০০০                    ২৫,০০০
গ্রেড ৯        ১১,০০০                     বিলুপ্ত
গ্রেড ১০        ৮,০০০                   ১৭,০০০
গ্রেড ১১        ৬,৪০০                    ১৩,০০০
গ্রেড ১২        ৫,৯০০                    ১১,৫০০
গ্রেড ১৩        ৫,৫০০                    বিলুপ্ত
গ্রেড ১৪        ৫,২০০                   ১০,৫০০
গ্রেড ১৫        ৪,৯০০                  ১০,০০০
গ্রেড ১৬        ৪,৭০০                  ৯,৫০০
গ্রেড ১৭        ৪,৫০০                  ৯,০০০
গ্রেড ১৮        ৪,৪০০                 বিলুপ্ত
গ্রেড ১৯        ৪,২৫০                 ৮,২০০
গ্রেড ২০        ৪,১০০                 বিলুপ্ত