ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:৪৩:৪১

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ফরিদপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

| ২৭ ভাদ্র ১৪২৪ | Monday, September 11, 2017

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে খালেদ হোসেন নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খালেদ হোসেন চান্দ্রা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পাশের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরউদ্দিন মাতুব্বরের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা খালেদ হোসেনকে গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নেন এক যুবক। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চান্দ্রার সোনাময়ী গ্রামের জনৈক সৌরভের বাড়ি থেকে খালেদকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদ।

নিহত খালেদের পরিবার সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাওয়ার কারণে খালেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সদস্যরা। খালেদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।