ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৫:৩৫:৩২

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদককে তলব

| ১ পৌষ ১৪২১ | Monday, December 15, 2014

আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ এক আইনজীবীর করা আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আগামী ৫ই জানুয়ারি আপিল বিভাগে তাদের হাজির হয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজ দৈনিকটিতে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন একজন আইনজীবী। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এটর্নী জেনারেল মাহবুবে আলম।  সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসির বক্তব্যও শোনেন আদালত। শুনানিতে আইনজীবীরা বলেন, প্রকাশিত প্রতিবেদনটি আপিল বিভাগসহ সকল বিচারপতির জন্যই অবমাননাকর।