ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৩১:০৭

পোড়া রোগীর চিকিৎসা দেরিতে হলে জটিলতা কী?

| ৭ মাঘ ১৪২৪ | Saturday, January 20, 2018

 

পোড়া রোগীর চিকিৎসা দ্রুত করা উচিত। না হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং চিকিৎসা আরো জটিল হয়ে উঠতে পারে।

এ  বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. মারুফুল ইসলাম। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজে বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : যদি পোড়া রোগীর চিকিৎসা দেরি করে হয়, তাহলে কী ক্ষতি হতে পারে?

উত্তর : এই ক্ষেত্রে বাচ্চাদের বড় ধরনের ক্ষতি হয়। এর সবচেয়ে বড় শিকার এবং ভুক্তভোগী হলো বাচ্চারা। দু্ই/চার বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। অনেক সময় দেখা যায় চিকিৎসকরা আমাদের কাছে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে হাতুড়ে চিকিৎসকের কাছে যায়।

ভাবে এটা এমনি ঠিক হয়ে যাবে। এটি হালকা সমস্যা, কিছু হবে না। বাসায় চিকিৎসা করে। তিন সপ্তাহের মধ্যে হাতগুলো কুঁকড়ে যায়। যখন দেখা যায় এক/দেড় মাস পরে বাচ্চার হাত এমন হয়ে গেছে, তখন আমাদের কাছে আসে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে হবে।