ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০২:১৬

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

পুরোহিত হত্যায় হোতাসহ ৩ জেএমবি গ্রেফতার

| ১৪ ফাল্গুন ১৪২২ | Friday, February 26, 2016

পুরোহিত হত্যায় হোতাসহ ৩ জেএমবি গ্রেফতার

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডে মূলহোতাসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৩টি ছুরি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বৃস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে পুলিশ প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির জানান, ওই হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম জানাননি তিনি। এ সময় উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঠের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে ৫ জেমএমবি সদস্য অংশ নেয়। তাদের মধ্যে সরাসরি অংশ নেওয়া ৩ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় ও নীলফামারি জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।