ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:২২:১৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

পাঁচ সচিব ও যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

| ৩১ ভাদ্র ১৪২১ | Monday, September 15, 2014

500x350_c7d3a85078b70edd5701eaa20c77eea7_1410666868.jpg

অবশেষে বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োজিত সরকারের একজন সাবেক সচিব, কর্মরত তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ এবং তাদের নাম অর্ন্তভুক্ত করে প্রকাশিত গেজেট বাতিল করা হয়েছে। এছাড়া লাল মুক্তিবার্তা এবং ভারতে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম ছাড়া অন্য যেসব নামে মুক্তিযোদ্ধা তালিকা রয়েছে তাও স্থগিত করা হয়েছে। এখন এ বিষয়ে পৃথক গেজেট ও একটি প্রশাসনিক আদেশ জারি করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। লাল মুক্তিবার্তা ও ভারতের কাছ থেকে পাওয়া প্রশিক্ষণ তালিকায় ১ লাখ ৪৪ হাজার মুক্তিযোদ্ধার নাম রয়েছে। এ সংখ্যা ছাড়া বাকিদের সনদ স্থগিত থাকবে। আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে।

গতকাল রবিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কাউন্সিলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। যেসব ব্যক্তির সনদ ও মুক্তযোদ্ধার নামসম্বলিত গেজেট বাতিল করা হয়েছে তারা হলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও (বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ততে) বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান), স্বাস্থ্য সচিব এম নিয়াজউদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব একেএম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। তবে মোল্লা ওয়াহিদুজ্জামান একই কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন বলে সিদ্ধান্ত নেয় জামুকা। কিন্তু অপর চারজনের ক্ষেত্রে এ সুযোগ রাখা হয়নি। সনদ বাতিল হওয়াদের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামান আপিল করতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, সনদ নেয়ার জন্য তিনি তিনটি শর্তের একটি পূরণ করেছেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে আপিল করতে পারবেন তিনি। পক্ষান্তরে মোল্লা ওয়াহিদুজ্জামান ‘ইত্তেফাক’কে বলেন, তিনি আপিলের সুযোগ নেবেন কি-না সেটি ভেবে দেখবেন। তার দাবি, তিনি কোন অনৈতিক কাজ করেননি। সরকারের দেয়া চার শর্তের যে কোন একটি পূরণ করলেই মুক্তিযোদ্ধার সনদ পাওয়া যে সুযোগ দেয়া হয়েছিল তিনি সেই সুযোগ নিয়েছেন মাত্র। অন্য চার কর্মকর্তা মুক্তিযোদ্ধার সনদ নেয়ার বিষয়ে কোনো আবেদনই করেননি বলে মন্ত্রী জানান ।

প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের এ ধরনের কাজে জড়িয়ে পড়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, এটি জঘন্য অপরাধ। এ ধরনের ঘটনা প্রশাসনের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা মনে করেন, জালিয়াতির মাধ্যমে নিজেকে লাভবান করার উদ্দেশ্যে তারা সনদ নিয়েছেন। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের কাজ অশোভন ও নৈতিকতারস্খলন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ যার সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি।

ওইসব কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ই পারতো তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করতে। কিন্তু তারা সেটি ঠেলে দিচ্ছে জনপ্রশাসনের দিকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত সনদ বাতিলের প্রশাসনিক সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সবাইকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া এবং বিভাগীয় মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। তারা বলেন, ব্যবস্থা না নিলে প্রশাসনকেই এই কেলেঙ্কারির দায় বহন করে বেড়াতে হবে। এতে প্রশাসনের শৃঙ্খলা ভেঙ্গে পড়বে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে ১৮২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ ভুয়া চিহ্নিত করে তা বাতিল করেছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া এসব কর্মকর্তার অবসরত্তোর ভাতা (পেনশন) স্থগিত করার জন্য সিভিল অডিট অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে। সিভিল অডিট অধিদপ্তর কে কত টাকা নিয়েছেন তা যাচাই-বাছাই করে গৃহীত টাকা কেটে নিচ্ছে।

cuvP mwPe I hyM¥ mwP‡ei gyw³‡hv×v mb` evwZj

15/09/2014

Ae‡k‡l eZ©gv‡b cÖwZgš¿xi gh©v`vq wb‡qvwRZ miKv‡ii GKRb mv‡eK mwPe, Kg©iZ wZb mwPe I GK hyM¥ mwP‡ei gyw³‡hv×v mb` Ges Zv‡`i bvg Aš—©fy³ K‡i cÖKvwkZ †M‡RU evwZj Kiv n‡q‡Q| GQvov jvj gyw³evZ©v Ges fvi‡Z cÖwk¶YcÖv߇`i bvg Qvov Ab¨ †hme bv‡g gyw³‡hv×v ZvwjKv i‡q‡Q ZvI ¯’wMZ Kiv n‡q‡Q| GLb G wel‡q c…_K †M‡RU I GKwU cÖkvmwbK Av‡`k Rvwi Ki‡e gyw³hy× welqK gš¿Yvjq| jvj gyw³evZ©v I fvi‡Zi KvQ †_‡K cvIqv cÖwk¶Y ZvwjKvq 1 jvL 44 nvRvi gyw³‡hv×vi bvg i‡q‡Q| G msL¨v Qvov evwK‡`i mb` ¯’wMZ _vK‡e| AvMvgx 26 gvP© gyw³‡hv×v‡`i bZyb ZvwjKv cÖKvk Kiv n‡e|

MZKvj iweevi RvZxq gyw³‡hv×v KvDwÝj Kvh©vj‡q AbywôZ KvDw݇ji wØZxq mfvq G wm×vš— †bqv nq| gyw³hy× welqKgš¿x AvKg †gvRv‡¤§j n‡Ki mfvcwZ‡Z¡ gyw³‡hv×v KvDw݇ji G ˆeVK AbywôZ nq| †hme e¨w³i mb` I gy³‡hv×vi bvgm¤^wjZ †M‡RU evwZj Kiv n‡q‡Q Zviv n‡jb-cÖavbgš¿xi Kvh©vj‡qi mv‡eK mwPe †gvjøv Iqvwn`y¾vgvb I (eZ©gv‡b cÖwZgš¿xi gh©v`vcÖv߇Z) †emiKvwiKiY Kwgk‡bi †Pqvig¨vb), ¯^v¯’¨ mwPe Gg wbqvRDwÏb wgqv, miKvwi Kg©Kwgk‡bi (wcGmwm) mwPe G‡KGg Avwgi †nv‡mb, gyw³hy× welqK gš¿Yvj‡qi mv‡eK mwPe †KGBP gvmy` wmwÏKx (eZ©gv‡b IGmwW) Ges GKB gš¿Yvj‡qi hyM¥-mwPe (IGmwW) Aveyj Kv‡mg ZvjyK`vi| Z‡e †gvjøv Iqvwn`y¾vgvb GKB KZ©…c‡¶i Kv‡Q Avwcj Ki‡Z cvi‡eb e‡j wm×vš— †bq RvgyKv| wKš‘ Aci PviR‡bi †¶‡Î G my‡hvM ivLv nqwb| mb` evwZj nIqv‡`i g‡a¨ †gvjøv Iqvwn`y¾vgvb Avwcj Ki‡Z cvi‡eb Rvwb‡q gš¿x e‡jb, mb` †bqvi Rb¨ wZwb wZbwU k‡Z©i GKwU c~iY K‡i‡Qb| AvMvgx 31 A‡±vei ch©š— mg‡qi g‡a¨ Avwcj Ki‡Z cvi‡eb wZwb| c¶vš—‡i †gvjøv Iqvwn`y¾vgvb ÔB‡ËdvKÕ‡K e‡jb, wZwb Avwc‡ji my‡hvM †b‡eb wK-bv †mwU †f‡e †`L‡eb| Zvi `vwe, wZwb †Kvb A‰bwZK KvR K‡ibwb| miKv‡ii †`qv Pvi k‡Z©i †h †Kvb GKwU c~iY Ki‡jB gyw³‡hv×vi mb` cvIqv †h my‡hvM †`qv n‡qwQj wZwb †mB my‡hvM wb‡q‡Qb gvÎ| Ab¨ Pvi Kg©KZ©v gyw³‡hv×vi mb` †bqvi wel‡q †Kv‡bv Av‡e`bB K‡ibwb e‡j gš¿x Rvbvb |

cÖkvm‡bi kxl© ch©v‡qi e¨w³‡`i G ai‡bi Kv‡R Rwo‡q covi wel‡q ¶yä cÖwZwµqv e¨³ K‡i RbcÖkvm‡bi GKvwaK Kg©KZ©v bvg cÖKvk bv K‡i e‡j‡Qb, GwU RNb¨ Aciva| G ai‡bi NUbv cÖkvm‡bi fveg~wZ© ay‡jvq wgwk‡q w`‡q‡Q| Zviv g‡b K‡ib, RvwjqvwZi gva¨‡g wb‡R‡K jvfevb Kivi D‡Ï‡k¨ Zviv mb` wb‡q‡Qb| cÖkvm‡bi kxl© ch©vq †_‡K G ai‡bi KvR A‡kvfb I ˆbwZKZviöjb, hv miKvwi Kg©Pvix (k…•Ljv I Avwcj) wewagvjv Abyhvqx Am`vPiY hvi m‡e©v”P kvw¯— PvKwiPy¨wZ|

IBme Kg©KZ©v e‡jb, gyw³hy× welqK gš¿YvjqB cvi‡Zv Zv‡`i wei“‡× cÖZviYv I RvwjqvwZi gvgjv Ki‡Z| wKš‘ Zviv †mwU †V‡j w`‡”Q RbcÖkvm‡bi w`‡K| RbcÖkvmb gš¿Yvj‡qi DwPZ mb` evwZ‡ji cÖkvmwbK wm×vš— cvIqvi m‡½ m‡½ Zv‡`i mevB‡K `vwqZ¡ †_‡K mwi‡q †`qv Ges wefvMxq gvgjv K‡i cÖ‡qvRbxq e¨e¯’v †bqv| Zviv e‡jb, e¨e¯’v bv wb‡j cÖkvmb‡KB GB †K‡j¼vwii `vq enb K‡i †eov‡Z n‡e| G‡Z cÖkvm‡bi k…•Ljv †f‡½ co‡e|

gyw³hy× welqK gš¿Yvjq BwZg‡a¨ 182 Rb miKvwi Kg©KZ©v-Kg©Pvixi gyw³‡hv×v mb` fyqv wPwýZ K‡i Zv evwZj K‡i‡Q Ges Zv‡`i wei“‡× wefvMxq e¨e¯’v †bqvi wb‡`©k w`‡q‡Q| G Qvov Gme Kg©KZ©vi Aemi‡Ëvi fvZv (†cbkb) ¯’wMZ Kivi Rb¨ wmwfj AwWU Awa`ßi‡K wb‡`©kbv w`‡q‡Q| wmwfj AwWU Awa`ßi †K KZ UvKv wb‡q‡Qb Zv hvPvB-evQvB K‡i M…nxZ UvKv †K‡U wb‡”Q|

- See more at: http://www.now-bd.com/ittefaq/2014/09/15/19432.htm#sthash.iCJTSnbA.dpuf