ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১০:৪০:০১

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

পদত্যাগ করছেন সিআইএ মহাপরিদর্শক

| ২৩ পৌষ ১৪২১ | Tuesday, January 6, 2015

  •  

Print Friendly and PDF

0

 

0

 


1

 


 

 

 

 

 

 

 

 

৩১ জানুয়ারি থেকে বাকলে’র পদত্যাগ কার্যকরী হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সিআইএ।

বিবৃতিতে “বেসরকারি খাতে যোগ দিতে বাকলে সিআইএ ছাড়ছেন” বলে জানানো হয়েছে।

চার বছরেরও বেশি সময় ধরে মহাপরিদর্শক হিসেবে সিআইএ’র অভ্যন্তরীণ তদন্তকারীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তার এই পদত্যাগের সঙ্গে রাজনীতি বা তিনি যে সব বিষয় নিয়ে তদন্ত করেছেন সেসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সিআইএ ও কংগ্রেসের কর্মকর্তারা জানিয়েছেন।

নাগরিক অধিকার আন্দোলনকারীরা পদত্যাগের জন্য বাকলের এ সময়টিকে বেছে নেয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নেতা ক্রিস্টোফার আন্দ্রেজ বলেছেন, “সিআইএ’র এই মহাপরিদর্শক সেই অল্প কয়েকজনের একজন যিনি সিআইএ’কে জবাবদিহিতায় বাধ্য করার চেষ্টা করেছেন। তিনি এমন এক সময় এ কাজ করেছেন যখন এ কাজ যাদের করার কথা সেই হোয়াইট হাউস ও কংগ্রেসের অনেকে দায়িত্বপ্রাপ্ত হলেও তা করতে ব্যর্থ হয়েছেন।”

যুক্তরাষ্ট্রের সরকারের ওপর নজরদারী করার প্রতিষ্ঠান ‘প্রজেক্ট অন গভর্নমেন্ট ওভারসাইট’র নির্বাহী পরিচালক ড্যানিয়েল ব্রাইয়ান বলেছেন, “সিনেটের ইন্টেলিজেন্স কমিটিকে ফাঁকি দেয়ার চেষ্টাসহ সিআইএ’র অনেকগুলো গুরুতর অনিয়ম তুলে ধরেছিলেন বাকলে। কিন্তু এসবের প্রতিকার না হওয়া ও এরপর এত তাড়াতাড়ি তার চলে যাওয়া সত্যিই সঙ্কটজনক।”

সিনেটের ইন্টেলিজেন্স কমিটির মেয়াদ ফুরানো চেয়ারম্যান সিনেটর ড্যানিয়েল ফিয়েনস্টাইন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর “ভবিষ্যৎ নির্যাতন রোধ করার জন্য’ বেশ কিছু সুপারিশ করেছিলেন। এসব সুপারিশে সিআইএ’র মহাপরিদর্শকের ক্ষমতা বৃদ্ধির সুপারিশও ছিল।

কিন্তু এসব সুপারিশ বাস্তবায়নের আগেই পদত্যাগপত্র পেশ করলেন বর্তমান মহাপরিদর্শক বাকলে।