ঢাকা, মার্চ ১৯, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১১:১৯:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

| ৮ অগ্রহায়ন ১৪২৪ | Wednesday, November 22, 2017

নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০১৭ (বাসস) : নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রা। বিশেষ অতিথি হিসাবে মিজোরামের গর্ভনর লেঃ জেঃ (অবঃ) নির্ভয় শর্মা বক্তব্য রাখেন।
নির্ভয় শর্মা তরুন ক্যাপ্টেন হিসাবে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অনান্যের মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তি সংগ্রামে শাহাদৎ বরণকারী লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অসংখ্য আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত। তারা মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদান এবং আত্মত্যাগও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, উর্দ্ধতন সামরিক - বেসামরিক কর্মকর্তা এবং সিনিয়র সংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।