ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:১৪:২৬

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত : স্বপ্ন পূরণের আগেই ঝরল ১৩ তরুণ প্রাণ!

| ২৯ ফাল্গুন ১৪২৪ | Tuesday, March 13, 2018

স্বপ্ন পূরণের আগেই ঝরল ১৩ তরুণ প্রাণ!

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা বিমানে ১৩ মেডিক্যাল শিক্ষার্থী ছিলেন যারা সকলেই সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের। এরা সকলেই মারা গেছেন। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন একথা জানিয়েছেন। তারা সবাই নেপালি বংশোদ্ভূত।

সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে নিজেদের দেশে যাচ্ছিলেন।

অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন জানান, বিধ্বস্ত হওয়া বিমানে তার কলেজের ১৩ শিক্ষার্থী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। তারা হলেন, সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

অধ্যক্ষ জানান, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। এই সময়ে সকলেই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও তাদের দেশে যাচ্ছিলেন।

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে তারা নেপাল থেকে এই দেশে এসেছিলেন। আর স্বপ্ন পূরণের ঠিক কাছাকাছি গিয়েও অধরা রয়ে গেল। অকালেই ঝরে গেলো তাজা তরুণ প্রাণ!

সূত্র: ইন্টারনেট