ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:০৪:০১

নূর হোসেন ফের ৩ দিনের জেল হেফাজতে

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

নূর ফের ৩ দিনের জেল হেফাজতে

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ২ সহযোগীকে ফের ৩ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বারাসত আদালত।আগামী ১ সেপ্টেম্বর তাদের ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ওইদিন থেকে নূরের বিচার প্রক্রিয়া শুরু হবে জোর কদমে। কারণ গত কয়েকদিন আগেই বারাসতের সিজিএম আদালতে এই মামলার চার্জশিট জমা দিয়েছে বাগুইআটি থানা পুলিশ।

জানা গেছে, এই চার্জশিটে নূর ও তার সহযোগীদের মূলত ভারতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ শুক্রবার আদালতের এক আইনজীবি মারা যাওয়ার কারণে কর্মবিরতি ছিল। ফলে এদিন আদালতে আইনী প্রক্রিয়া ব্যাহত হওয়ায় মুখ্য বিচারক মধুমিতা রায় নূর ও তার সহযোগীদের ফের ১ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দেন।

এর আগে আজ দুপুর ১টার দিকে নূর এবং তার দুই সহযোগী‑ খান সুমন ও ওহাদুজ্জামান শামীমকে আদালতে নিয়ে আসে পুলিশ। আদালতে প্রবেশের সময় নূর অন্যদিনের মতো এদিন কোনো কথা বলেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর সামান্য হেসে সোজা আদালতে ঢুকে যান। নিচ্ছিদ্র নিরাপত্তার কারণে তাদের দ্রুত আদালতের হাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে নূরের এক সহযোগী খান সুমন জামিন পেলেও মুক্তি পাননি। এদিন তাকেও আদালতে তোলা হয়।

খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ বলেন, ‘স্থানীয় জামিনদারের অভাবে তাকে মুক্ত করা যায়নি। তবে আমরা চেষ্টা চালাচ্ছি।’

এদিকে বারাসত আদালতে আগামী ২ সেপ্টেম্বর ওহাদুজ্জমানের জামিন আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।