ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:৪২:৩২

নূর হোসেনকে আজ কলকাতার আদালতে তোলা হবে

| ৩১ ভাদ্র ১৪২১ | Monday, September 15, 2014

a.jpg

আজ সোমবার ফের কলকাতার বারাসত আদালতে তোলা হবে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারে অভিযুক্ত নূর হোসেনকে। তিনি কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর ৯০ দিন অতিক্রান্ত হয়ে গেছে ১১ সেপ্টেম্বর। বারাসত আদালতের এক আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যে যদি বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আদালতে চার্জশিট পেশ করা না হয়ে থাকে কিংবা আজ যদি সেখানে চার্জশিট জমা না হয় তা হলে নূর হোসেন আবেদন করলে জামিন পেয়ে যেতে পারেন। ভারতীয় আইনে ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়া না হলে জেল হেফাজতে থাকা অভিযুক্ত আসামি শর্তসাপেক্ষে জামিন পেতে পারেন।

গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন, ওহিদুর জামান শামীমকে কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়। আদালতে সেই সময় জানানো হয়, বাংলাদেশে সাত খুনের মামলাসহ একাধিক অপরাধে নূর অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করেছে। এরপর এক দফা রিমান্ডে ও কয়েক দফায় জেল হেফাজতে পাঠানো হয় নূর এবং তার দুই সঙ্গীকে। উল্লেখ্য, এর আগে ২৯ আগস্ট আদালতে নথি না আসায় এবং দুই সেপ্টেম্বর নূর অসুস্থ থাকায় এই মামলার শুনানি হয়নি।