ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৩১:১২

নূর হোসেনদের চার্জশিটের শুনানি আজ

| ১৭ ভাদ্র ১৪২১ | Monday, September 1, 2014

 

নূর হোসেনদের চার্জশিটের শুনানি আজ

১ সেপ্টেম্বর/ নারায়ণগঞ্জেরসাত খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত নূর হোসেনসহ কলকাতায় গ্রেপ্তার হওয়া খানসুমন ও ওয়াহিদুজ্জামান শামীমের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের (চার্জশিট)ওপর শুনানি শুরু হচ্ছে আজ সোমবার। উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য বিচারিকহাকিম মধুমিতা রায়ের এজলাসে এই শুনানি হবে।

সম্প্রতি অনুপ্রবেশেরঅভিযোগে কলকাতার বাগুইআটিতে গ্রেপ্তার নূর হোসেনসহ তিনজনের বিরুদ্ধেআদালতে অভিযোগপত্র জমা দেয় বাগুইআটি থানা পুলিশ। গত ২৯ আগস্টঅভিযোগপত্রের ওপর আদালতে শুনানির দিন ধার্য ছিল। সেদিন আসামিদের বারাসাতআদালতে তোলা হয়। কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে সেদিন আইনজীবীদেরকর্মবিরতি থাকায় শুনানি হয়নি। সরকারপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে বলেন, ‘গত ১৮ আগস্ট নূর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেপুলিশ। অভিযোগ গঠনের আগে সোমবার (আজ) শুনানি হবে। নূর হোসেনরা সোমবার (আজ) যদি অপরাধ স্বীকার করেন, তবে বিচারক শাস্তি ঘোষণা করবেন। আর যদি দোষনা মেনে নেন তবে মামলাটি ট্রায়ালে উঠবে। গত ১৬ আগস্ট সর্বশেষ নূরহোসেনসহ তিনজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেদিনওরহস্যজনক কারণে আদালতে তোলা হয়নি তাদের কাউকে। খান সুমন জামিন পেলেওতাঁর জামিনের জন্য জামানতকারী দিতে পারেননি। গত ১৮ আগস্ট উত্তর চব্বিশপরগনার জেলা জজ কোর্ট খান সুমনকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তাঁরআইনজীবী অনুপ ঘোষ জানান, বারাসতের স্থানীয় একজনকে কোর্ট চেয়েছেন জামিনদারহিসেবে। কিন্তু সেই লোককেই পাওয়া যাচ্ছে না। গত ১৪ জুন কলকাতারআগুইআটি থানার কৈখালি ইন্দ্রপ্রস্থ নামে এক আবাসনের চারতলা থেকে পুলিশেরজালে ধরা পড়েন নূর হোসেনসহ তিনজন। অনুপ্রবেশের অভিযোগে তাঁদের গ্রেপ্তারকরেন কলকাতার অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা। পুলিশ রিমান্ডে আটদিন এবং পরে সাত দফায় ৭৩ দিন অর্থাৎ মোট ৮১ দিন ধরে ভারতে বন্দি রয়েছেননূর হোসেন। খান সুমন এবং ওয়াহিদুজ্জামান শামীম জামিনের আবেদন করে আইনিলড়াই করলেও নূর হোসেন এখন পর্যন্ত কোনো আইনজীবী নিয়োগ করেননি। জনশ্রুতিরয়েছে, বারাসাতে আদালতের লকআপে কয়েকজন আইনজীবীর কাছে নূর হোসেন বলেছিলেন, তাঁকে তিন মাস কারাগারে রাখার ব্যবস্থা করে দেওয়ার জন্য।