ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:৫১:২০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা থাকলেই বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে : মাহবুব-উল আলম হানিফ

| ১৪ শ্রাবণ ১৪২৫ | Sunday, July 29, 2018

কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘যে কোন নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাবনা থাকলেই তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে।’
তিনি বলেন, ‘আইন-শৃংখলা বাহিনী যখন কোন সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতা-কর্মীরা তাদের সাথে থাকেন না, যে তারা বলতে পারবেন কর্পোরেশন এলাকা নাকি কর্পোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে। এমন মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।’
আজ রবিবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে একটি বে-সরকারী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।
এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর কৃষি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেখানে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের দোহাই দিয়ে দলীয় সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ আছে, নির্বাচনের দোহাই দিয়ে বিএনপির সেসব সন্ত্রাসীদের আইনের আওতা থেকে মুক্ত রাখা যাবে না।’
তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।’
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনি খুলনায় আওয়ামী লীগ সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার নামাজে জানাজায় শরীক হতে খুলনার উদ্দেশ্যে রওনা হন।