ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০১:৫১:০৩

এ পাতার অন্যান্য সংবাদ

আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী ফোর্বসের শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা ৪৬তম বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝেই আগাম অজুহাত খুঁজছে বিএনপি : রাশেদ খান মেনন

| ২৪ অগ্রহায়ন ১৪২৫ | Saturday, December 8, 2018

ঢাকা : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝেই আগাম অজুহাত খুঁজছে বিএনপি।
আজ বিকেলে রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্ল¬া মো. আবু কাওছারসহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু, মতিঝিল থানা আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম খান বাদল,সাধারণ সম্পাদক হাজী সাব্বির হোসেন প্রমুখ।
রাশেদ খান মেনন বলেন, “বিএনপি ভেবেছিল ড. কামাল হোসেনদের পিঠে ভর দিলেই দেশের মানুষ তাদের দুর্নীতি, চাদাবাজি, টেন্ডারবাজি, আগুন সন্ত্রাসসহ সকল নৈরাজ্যের অপরাজনীতির কথা ভুলে যাবে। কিন্তু তাদেরকে হতাশায় ডুবিয়ে দিয়ে দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে, নৌকার জয়ের কথা বলছে।
আর যখনি তাদের বিস্ময়ের ঘোর কাটতে শুরু করেছে তখনি তারা নির্বাচন কমিশনকে দোষারোপ করে নির্বাচন বাতিলের পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির কথা শুনে মনে হচ্ছে তাদেরকে ভোটে জিতিয়ে দেয়াটা যেন এখন আওয়ামী লীগের দায় পড়ে গেছে।