ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৪৪:৪৪

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

নারী ও শিশু নির্যাতন আইনের কয়েকটি উপধারা অসাংবিধানিক ঘোষণা

| ২২ বৈশাখ ১৪২২ | Tuesday, May 5, 2015

নারী ও শিশু নির্যাতন আইনের কয়েকটি উপধারা অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ-সংক্রান্ত বেশ কয়েকটি জেল আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার এই রায় দেন।

রায়ে আইনের ৬ নম্বর ধারা ২, ৩ ও ৪ উপধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। কারণ আইনের এই উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে শিশু ও নারীর মৃত্যু ঘটান তাহলে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। আদালত বলছে, এই ধারায় মৃত্যুদণ্ডের বিকল্প কোনো সাজা না থাকায় তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বেসরকারি সংস্থ্যা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ঐ আইনের ৬ নম্বর ধারার ব্যাখ্যা চেয়ে একটি আবেদন দায়ের করে। পাশাপাশি বেশ কিছু জেল আপিল এই মামলার সঙ্গে অন্তর্ভূক্ত হয়। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।