ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৫৩:৫৭

নারায়নগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার আরও এক আসামী গ্রেফতার

| ২৩ আশ্বিন ১৪২১ | Wednesday, October 8, 2014

01_1294

নারায়নগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার আসামী র‌্যাব সদস্য সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল মোঃ রুহুল আমিন কে বাউফলের সূর্যমনি ইউনিয়নের শানেশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

রুহুল আমিন উপজেলার শানেশ্বর গ্রামের আব্দুস সোবাহান দেওয়ানের পুত্র। নারায়নগঞ্জের পুলিশ সুপারের রিকজিশন মূলে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে বাউফল থানার এসআই জিয়া ও এএসআই মোফাজ্জল ঝটিকা অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেফতার করে।

জানা গেছে গত ২০ এপ্রিল নারায়নগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় ১৭০,৩৪১.৩৬৫,৩৪,৩০২,২০১ পিসি ধারায় মামলা নম্বর ৭৪ রুজু হয়। এ মামলার আসামী সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল ও র‌্যাব সদস্য বাউফলের শানেশ্বর গ্রামের আব্দুস সোবাহানের পুত্র ্মোঃ রুহুল আমিন দীর্ঘদিন পালিয়ে থাকে।

গোপন সংবাদের মাধ্যমে ঈদ উল আযহার আগের দিন রুহুল আমিনের বাড়িতে আসার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। নারায়নগঞ্জ থানার পুলিশ সুপারের রিকজিশন মূলে ভোর পৌনে পাঁচটার দিকে বাউফল থানার এসআই জিয়া ও এএসআই মোফাজ্জল গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে এক জটিকা অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেশ কর্মকার জানান রুহুল আমিনকে মামলার তদন্তের দায়িত্বে নিয়োজিত নারায়নগঞ্জের ডিবি পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।##