ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৩:৩৩

নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

| ১৯ মাঘ ১৪২১ | Sunday, February 1, 2015

নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছেদেশব্যাপী চলা অবরোধে নাশকতার আশংকায় এ নিরাপত্তা জোরদার করা হয়েছেইতোমধ্যে এসব স্থানে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছেরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথেও রয়েছে বাড়তি নিরাপত্তাসড়ক পথেও রয়েছে পুলিশের নিয়মিত টহলগত ৬ জানুয়ারী শুরুর দিকে ফতুল্লার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটলে সম্প্রতি কঠোর নিরাপত্তার কারণে নাশকতার ঘটনা কমে আসছে

 

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে ফতুল্লার চাঁদমারীতে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট, জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জালকুড়িতে বিদ্যুতের পাওয়ার গ্রীড, পাগলায় টেলিফোন সাবস্টেশন, আলীগঞ্জে গণপূর্ত বিভাগ, কাশিপুরে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট, ফতুল্লা ও আলীগঞ্জে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা তেলের ডিপো, ফতুল্লার শাসনগাঁও এ বিসিক ও কুতুবআইলে শিল্পকল কারখানা

 

জানা গেছে, ফতুল্লা মডেল থানায় ২৮জন এসআই ও ২০জন এএসআই এরমধ্যে এসআই নাহিদ আহম্মেদ, এসআই কোরবান আলী, এসআই মোসলেম আলী শেখ, এএসআই কামরুল হাসান, এএসআই সেলিম উদ্দিন, এএসআই সাইফুল ছাড়া একজন অফিসারও তৎপর নেইফলে নাশকতা ছাড়াও চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের মত অপরাধ বাড়ছে

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও বিডিপি অফিসার সেলিম রেজা নিউজ নারায়ণগঞ্জকে জানান, হরতালে নাশকতা প্রতিরোধে সদরে ৮৮০জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেএর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথ ৬টি পয়েন্টে ক্যাম্প স্থাপন করে ৪৮জন, তেলের ডিপোতে অস্ত্রসহ ৬৬জন, বিদ্যুত, টেলিফোন সাবস্টেশনসহ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে রাখা হয়েছে আনসার সদস্যএসব আনসার সদস্যদের সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হয়েচ্ছে

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ফতুল্লার প্রতিটি গুরুত্বপূর্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছেএছাড়া সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা