ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০২:০৩:০৩

নারায়ণগঞ্জে অনুকূল চন্দ্রের ১২৭ তম শুভ আবির্ভাব দিবসে ৪ দিনব্যাপী মহোৎসব

| ১ মাঘ ১৪২১ | Wednesday, January 14, 2015

সৎসঙ্গের প্রাণপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া ঠাকুর অনুকুলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমে  নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের আয়োজনে এবং সত্যাশ্রয়ী খেলাঘর আসরের সহযোগীতায় আগামী ১৬ জানুয়ারি ৪দিনব্যাপী মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হবে।

 

উৎসব উদযাপন কমিটির আহবায়ক শ্রী বিশ্বজিৎ সাহার স্বাক্ষরিত বার্তায় জানান, ১৫ জানুয়ারি  সন্ধ্যা সাড়ে ৫টায় সান্ধ্যকালীন সমবেত প্রার্থনা ও শুভ অধিবাসের জলভরা ও শুভ অধিবাস অনুষ্ঠান। ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সাড়ে ৮টায় কর্মী বৈঠক।

              

আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ জেলা শাখা সৎসঙ্গের সভাপতি সমীর করের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান মিঞা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ঢাকা বারডেম হাসপাতালের ইব্রাহীম কার্ডিয়াক অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, পাবলা হিমাইতপুর ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গের ঋত্বিক সচিব ডঃ রবীন্দ্রনাথ সরকার, বিশেষ আলোচক থাকবেন, কুমিল্লা মুরাদনগর রহিমপুর আযচক আশ্রমের অধ্যক্ষ ডাঃ শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ, বিদ্যাসাগর সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল হাই, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাঅধ্যক্ষ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোনটরডেম কলেজের ছাত্র উপদেষ্টা ফাদার শুশান্ত আন্টনী গোমেজ। ধর্মসভা শেষে রাত ৯টায় ঠাকুর অনুকূল চন্দ্রের  জীবনীভিত্তিক নাটক প্রভু দয়াময় পরিবেশন করা হবে।

 

১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক অবিনাস চন্দ্র সাহার সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এবং ১৪ নং  ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র ৩ এবং ১৪,১৫,১৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শারমিন হাবীব বিন্নী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

 

অনুষ্ঠান মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেনভারতের অদ্বৈত মহাপ্রভুর সপ্তদশ বংশধর ডাঃ শ্রীমনোজ গোস্বামী, বিশেষ আলোচক পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ, কেন্দ্রীয় আশ্রমের সহ সভাপতি আনন্দ মোহন দাস, লায়ন শংকর সেনগুপ্ত, নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের যুগ্ম সম্পাদক উত্তম কুমার ভৌমিক।

 

পরে রাত ৮ টায় উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী লালনকন্যা ফরিদা পারভিন এবং বিশিষ্ট বাউল শিল্পী রথীন মিত্রের পরিবেশনায়  মনোজ্ঞ সংগীত অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি  দুপুর ১টায় ভোগ আরতি, তৎপর আনন্দবার প্রসাদ বিতরণ করার মধ্যে দিয়ে ৪ দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।