ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:২৫:৪৯

নারায়ণগঞ্জে আরো ফায়ার সার্ভিস স্টেশন হবে

| ২৭ শ্রাবণ ১৪২২ | Tuesday, August 11, 2015

অগ্নি নির্বাপনের লক্ষে জেলার বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। ইতিমধ্যেই জায়গা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসক সভা কক্ষে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় এ নিয়ে আলোচনা হয়।

সভায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন বলেন, দ্রুত অগ্নি নির্বাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা অতীব জরুরী। এ লক্ষ্যে সরকারি জায়গা নির্ধারণ করা হয়েছে। ফতুল্লা, সোনারগাঁ, কাঁচপুর বিসিক শিল্প নগরী, রূপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য কাজ করা হচ্ছে।

এসকল স্থানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হলে অগ্নি কান্ডের ঘটলে দ্রুত নির্বাপন করা সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজম, জেলা নির্বাচন কমিশনার মো: তারিফুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, জেলা পরিষদ প্রশাসক মো: কাজী মেরাজ হোসেন, ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নীতিশ কান্তি দেবনাথ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সামছুদ্দোহা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, বন্দর উপজেলা নির্বাহী কমকর্র্তা মীনারা নাজমীন, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মনোয়ারা সুরুজ, পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।