ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:১৫:০৫

না.গঞ্জ জেলা প্রশাসককে ‘ডিজিটাল সার্ভিস এ্যাওয়ার্ড’ দিলেন প্রধানমন্ত্রী

| ১৩ শ্রাবণ ১৪২২ | Tuesday, July 28, 2015

 

কর্মফলের কৃতিত্ব স্বরূপ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে গৌরবান্বিত পদক লাভ করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞাকে ‘ ডিজিটাল সার্ভিস এ্যাওয়ার্ড-২০১৫’ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজম  জানান, প্রতি বছর সরকার ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসকদের পদক দেন। এবছর শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে প্রধানমন্ত্রী পদক দিয়েছেন। পদক প্রাপ্তিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকলেই আমরা গর্বিত। এর ফলে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আরো অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঢাকা বিভাগীয় জেলার মধ্যে ইতিমধ্যেই শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়াও তথ্য প্রযুক্তি মাধ্যমে জেলাবাসীকে অধুনিক সরকারী সেবা দিতে সম্প্রতি রেডিও নারায়ণগঞ্জ নামে একটি রেডিও ষ্টেশ চালু করেন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা।