ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪১:২২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

না,গঞ্জের বন্দরে সরস্বতী প্রতীমা ভাংচুর:ঘটনাস্থল পরিদর্শনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন।

| ৩০ মাঘ ১৪২৫ | Tuesday, February 12, 2019

Image may contain: one or more people, people standing and outdoor

রবিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বন্দরের তিনগাঁও গ্রামে শ্রী মধুসূধন বিশ্বাসের বাড়ির পূজা মন্ডপে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সুজন (২২), শফিকুল ইসলাম(২৫), হৃদয় (২২) ও শাহিন (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় মধুসূধন বিশ্বাসের ছেলে লোকনাথ বিশ্বাস বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহঅজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি থানায় মামলা দায়ের করে। পুলিশ সোমবার (১১ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।এ বিষয়ে মধুসূধন বিশ্বাস জানান, রাতে পূজা উৎসব চলাকালে একই গ্রামের আব্দুল করিমমিয়ার ছেলে সুজন, নুর মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম, শহিদ মিয়ার ছেলে হৃদয় ওআইয়ুব মিয়ার ছেলে শাহিনসহ ৬-৭ জন পূজা মন্ডপে এসে আনন্দ উৎব ও নাচা নাচি করে। এসময় হিন্দু ছেলেদের সাথে তাদের বিরোধ হয়। এর জের ধরে রাত ১টায় পূজার কার্যক্রম শেষে সবাই চলে গেলে তারা পূজার প্রতীমা ভাংচুর করে এবং প্রতীমার মাথায় রশি বেঁধে টেনে বাহিরে নিয়ে রাস্তার পাশে জনৈক হোসেন ভূইয়ার বাড়ির সামনে মূর্তি ভাঙচুর করে। এ ঘটনার টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে তখন উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গ্রামের লোকজন ৪ যুবককে আটক করে রাখে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটক ৪ জনকে সোপর্দ করে।বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গত রোববার রাতে উপজেলা তিনগাঁওগ্রামে অবস্থিত শ্রী মধুসূধন বিশ্বাসের নিজ বাড়িতে সরস্বতী প্রতীমা ভাঙচুরের ঘটনায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

Image may contain: 1 person, standingউপরো্ক্ত ঘটনায় মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) বেলা ১২ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাংলাদেশ বাংলাদেশ মাইনরিটি ওয়াচ,বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিনিধি টিম। উক্ত প্রতিনিধি টিমের নেতৃত্ত্ব দেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ,বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার ।
পরিদর্শনকালে প্রতিনিধি টিমের সাথে ছিলেন  বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের হিন্দু যুব ফোরামের সিনিঃ সহ-সভাপতি গোপাল চন্দ্র মন্ডল,বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সহ-প্রচার সম্পাদক সঞ্জীব মন্ডন ও সবুজ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। তদন্তকালে উক্ত ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন অভিলম্বে উক্ত বিষয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।Image may contain: 1 person