ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৩১:১৮

না.গঞ্জকে নিয়ে আর বদনাম করতে দিবোনা- শামীম ওসমান

| ২৯ আষাঢ় ১৪২২ | Monday, July 13, 2015

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ ডট কম: মাদক ব্যবসার সাথে নারায়ণগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে তার সভা কক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলী, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান, সিনিয়র সহকারী নৌ-পুলিশ সুপার জাবেদুর রহমান, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী ফয়সাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার, বন্দর উপজেলা নিবৃাহী কর্মকর্তা মিনারা নাজমীন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের , রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।এসময় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে নিয়ে আর কোন বদনাম করতে দেয়া যাবেনা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। কোন গোয়েন্দা সংস্থা পুলিশ সদস্যদের নামে তদন্ত প্রতিবেদন দিয়েছেন তা খোলাসা করতে হবে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে যে পুলিশ, ম্যাজিষ্ট্রেটসহ সরকারী কর্মকর্তারা দায়িত্ব পালন করতে আসেন তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের অতিথি। আমাদের নারায়ণগঞ্জে বদনাম করার জন্য পুলিশ সদস্য রাজনীতিবিদদের নামে প্রতিবেদন দেয়া হয়েছে। নারায়ণগঞ্জে কাজ করতে এসে ভাল কেউ অসম্মানিত হলে কাউকে ছাড় দেয়া হবেনা। আগামী ১লা আগষ্ট শোকের মাস শুরু। তাই ঈদের পর আরেকবার

মিটিং আহবান করার জন্য জেলা প্রশাসকের নিকট আহবান জানান সাংসদ।সাংসদ বাবলী বলেন, ঈদ উপলক্ষ্যে আইন-শৃংখলা বাহিনীর উদ্যোগ প্রশংসনীয়। এর আগে জেলা প্রশাসক বলেন, অন্যান্য জেলার চেয়ে নারায়ণগঞ্জের কাজের পরিবেশ অনেক উন্নত। কোন কাজে কোন সাংসদ বা রাজনীতিবিদ তদবির করেননা। সরকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করেন।
জেলা পুলিশ সুপার বলেন, সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা এক হয়ে কতটুকু কাজ করতে পেরেছে জানিনা। কিন্তু পুলিশ ব্যার্থ নয়। হাসান ফেরদৌস জুয়েল বলেন, নারায়ণগঞ্জে সাজা প্রাপ্ত অনেক আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারছেনা। সাজা প্রাপ্ত আসামী রফিউর রাব্বির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলেও তাকে পুলিশ গ্রেফতার করতে পারছেনা।নারায়ণগঞ্জের পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে তা তদন্ত করে দেখতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট অনুরোধ জানান সাংসদসহ বক্তারা ।